মেয়েরা লেখাপড়া শিখে যত উঁচুতেই উঠুক না কেন
টাকা-পয়সা, ধন-দৌলত ছাড়া অন্য কিছু চেনে না।
এটা মনিষিদের কথা, আমারও এমনটিই মনে হয়
আসলে জগতে ভালোবাসা নয় আছে শুধু বিনিময়।


নারী (স্ত্রী) পুরুষ(স্বামী)-কে ভালোবাসে
কারণ, পুরুষ তার অর্থের যোগান দেয়
জৈবিক চাহিদা পূরণ ও নিরাপত্তা বিধান করে;
নচেৎ পুরুষ নারীর কাছে পুরুষ নয় কাপুরুষ।


বিনিময় ছাড়া নারী পুরুষকে ভালোবাসে
সংসারে এমন নারী আছে কি?
কশ্মিন কালেও এমন নারী খুঁজে পাওয়া যাবে না
মিললে সে তো নারী নয় দেবী, পুরুষের পুজারী।


পুরুষ (স্বামী) নারী (স্ত্রী)-কে ভালোবাসে
কারণ, নারী তার সংসার আগলে রাখে
সন্তান পেটে ধারণ করে, লালন-পালন করে;
নচেৎ কপালে লাথি, বাপের বাড়ী নয়তো ওপারে।


প্রকৃতির বিধান, গিভ এন্ড টেক-এ সমতা চাই
নারীরা টেক অপেক্ষা গিভ জপতেই পারদর্শী
পুরুষের পছন্দ দুটোই, সমতার অভাব
দিবানিশি পরিশ্রম তবুও সংসারে শান্তি নাই।


পুরুষ বহুগামী হয়, বহু বিবাহ করে
কারণ, গিভ এন্ড টেক-এ সমতা নাই
যে পুরুষ গিভ অপেক্ষা টেক বেশী জপে
সেতো পুরুষ নয় মহাপুরুষ, নারীর পুজারী।
             ***